কাজিরবাজারে বিএসটিআই’র অভিযান
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ৬:৩৯:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: নগরীর কাজিরবাজারে বৃহস্পতিবার মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়েছে বিএসটিআই সিলেট বিভাগীয় অফিস। জেলা প্রশাসকের কার্যালয় সিলেট এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কনার নেতৃত্বে এই অভিযান চালায় তারা। এসময় উৎপাদিত বিস্কুট, পাউরুটি ও কেক পন্যের অনুকূলে মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় মেসার্স লাকী ফুডে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআই বিভাগীয় অফিস সিলেটের কর্মকর্তা সুমন সাহা এবং মো. তারিকুল ইসলাম সুমন এতে প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।