কিশোরকন্ঠ মেধাবৃত্তি রেজিষ্ট্রেশন শুরু
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ৭:২৩:৪৮ অপরাহ্ন
কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগর কর্তৃক আয়োজিত ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৩’ এর উদ্বোধন সম্পন্ন হয়েছে। ২ সেপ্টেম্বর নগরীর একটি মিলনায়তনে বৃত্তি কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরীর চেয়ারম্যান সিদ্দিক আহমদ। এ সময় উপস্থিত ছিলেন ফোরামের পৃষ্ঠপোষক গিয়াসউদ্দিন সাদি, সিলেট মহানগরীর পরিচালক ইমদাদ হাসান, সহকারী পরিচালক আফসার উদ্দিন কামরান, মুফাসসির আহমদ, আরিফুজ্জামান রুকন, আহসান হাবীব, জাহিদ আহমদ, রফিকুল ইসলামসহ অন্যান্য স্কুল প্রতিনিধিবৃন্দ।
‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৩’ আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। এতে সিলেট অঞ্চলের যে কোনো স্কুল ও মাদরাসার ৪র্থ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। রেজিষ্ট্রেশন চলবে ১৫ অক্টোবর ২০২৩ পর্যন্ত। রেজিষ্ট্রেশন করা যাবে কিশোরকন্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগর এর ওয়েবসাইট থেকে অথবা সরাসরি স্কুল প্রতিনিধির মাধ্যমে। বিজ্ঞপ্তি