অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের কারো গণমাধ্যমে কথা বলতে অনুমতি লাগবে
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ৭:৪৮:২৪ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিনের অনুমতি ছাড়া তার কার্যালয়ের কেউ গণমাধ্যমসহ কোনো মাধ্যমে বক্তব্য দিতে পারবেন না। বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। ড. ইউনূসের বিরুদ্ধে বিবৃতিতে স্বাক্ষর না করার ঘোষণা দিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়াকে নিয়ে আলোচনার মধ্যে এ সিদ্ধান্ত নেওয়া হলো।
সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিচার স্থগিত চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খোলাচিঠি দেন বিশ্বের ১৬০ জন বিশিষ্ট ব্যক্তি। এই খোলাচিঠির প্রতিবাদে বিবৃতিতে স্বাক্ষর করবেন না বলে জানিয়ে ড. ইউনূসের পক্ষে অবস্থান নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া। অধ্যাপক ইউনূস ‘বিচারিক হয়রানির’ শিকার হচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।