গোয়াইনঘাটে ওয়েব ফাউন্ডেশনের প্রশিক্ষণ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ৮:০৫:৪২ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাটে ওয়েব ফাউন্ডেশনের দু’দিনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বুধ ও বৃহস্পতিবার গোয়াইনঘাট পুরাতন স্টেশনে শ্রমিক সংগঠনের কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এডভোকেসি নেটওয়ার্ক গোয়াইনঘাট উপজেলার সদস্যদের দু’দিন ব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় সমন্বয়কারী মোঃ শাহাজান মিয়া, সহকারী সমন্বয়কারী জুবায়ের আহমদ।
সভায় পিছিয়ে পড়া সমাজের চারটি শ্রেণীর মানুষের বাস্তবতা প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয় এবং তাদের জীবনমান উন্নয়নে সকল সদস্যদের আন্তরিকতা কামনা করা হয়।