র্যাবের হাতে বিদেশী মদসহ গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ৮:২৮:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জে বিদেশী মদসহ পেশাদার এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ভারতীয় ১২৪ বোতল অফিসার চয়েস মদ জব্দ করে র্যাব-৯।
গ্রেফতারকৃত মাদক কারবারির নাম মো: মোক্তার হোসেন (৩৭)। সে বরইতলা এলাকার মৃত আবুল মিয়ার ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া শাখা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে সুনামগঞ্জ জেলার সদরের বরইতলা এলাকায় অভিযান চালায় র্যাব-৯ এর সিপিসি-৩ সুনামগঞ্জ কোম্পানীর একটি দল। এ সময় ১২৪ বোতল অফিসার চয়েস মদসহ পেশাদার মাদক কারবারি মোক্তার হোসেনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ধৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে র্যাব। পরে জব্দকৃত আলামতসহ আসামীকে সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।