পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ৯:০৪:০২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : পঞ্চগড়ে ভারতীয় সীমান্ত এলাকা থেকে নুর ইসলাম (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া বিওপি সীমান্তের মোমিনপাড়া গ্রামের একটি চা বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে। নুর ইসলাম সীমান্তে চোরাকারবারি করতেন বলেও জানা গেছে। নিহত নুর ইসলাম বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের বকশিগঞ্জ এলাকার আব্দুল জব্বারের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম বলেন, গভীর রাতে গুলির আওয়াজ পায় স্থানীয়রা। পরে সকালের দিকে একটি মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তি চোরাকারবারি। তিনি অবৈধপথে গরু পারাপার করতেন। বিএসএফের গুলিতে তার মৃত্যু হতে পারে।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মিঞা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক সুরতহালে লাশের চোখের নিচে গুলির চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।