বাংলাদেশে ইতিহাসের ভয়াবহ ডেঙ্গু সংক্রমণ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫০:৪৬ অপরাহ্ন
ডেঙ্গুর ভয়াবহতা জলবায়ুর প্রভাবে
জালালাবাদ রিপোর্ট : প্রচন্ড গরম পড়েছে এখন। সঙ্গে আছে ব্যাপক আর্দ্রতা। এই আবহাওয়া এডিস মশা বৃদ্ধির অনুকূলে। আর তাই ডেঙ্গুর ভয়াবহতা এখন নিয়ন্ত্রণহীন। এডিস মশা নিধনে নেই কার্যকর উদ্যোগ। শহর থেকে গ্রাম সবখানে ডেঙ্গুর বিস্তার। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সূচক।
২০২২ সালের তথ্য বলছে, এখন শুধু আগস্ট নয়, সেপ্টেম্বর ও অক্টোবরেও ডেঙ্গুর ভয়াবহতা থাকে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে এ বছরও বর্ষা মৌসুম বিলম্বে এসেছে। ফলে বিলম্বিত হবে ডেঙ্গু।
এদিকে, চলতি বছরে বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বলে আখ্যায়িত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটিও জলবায়ু পরিবর্তনকে এ ধরনের মশাবাহীত রোগ ছড়িয়ে পড়ার জন্য দায়ী করে বুধবার বিবৃতি দেয়।
জাতিসংঘের সংস্থাটি আরও জানায়, এপ্রিলে সংক্রমণ শুরুর পর পৃথিবীর অষ্টম জনবহুল দেশ বাংলাদেশে ১ লাখ ৩৫ হাজারেরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন এবং মোট ৬৭১ জন মারা গেছেন। এই সংক্রমণ দেশটির স্বাস্থ্য ব্যবস্থার ওপর বড় আকারের চাপ প্রয়োগ করছে।
আবহাওয়াবিদেরা বলছেন, এ মাসজুড়েই এমন অবস্থা থাকতে পারে। কীটতত্ত্ববিদ এবং জনস্বাস্থ্যবিদদের আশঙ্কা, এ পরিস্থিতিতে ডেঙ্গুর বিস্তার আরও বাড়তে পারে।
ঢাকার বাইরের জেলাগুলোতে যেভাবে ছড়িয়ে পড়েছে এবং আবহাওয়ার যে পরিস্থিতি, তাতে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) উপদেষ্টা মুশতাক হোসেন। তিনি গতকাল বলেন, থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি চলে গেলেই আবার গরম বাড়ছে, সঙ্গে আর্দ্রতাও বেশি। এই পরিস্থিতি এডিস মশার বংশবিস্তার ঘটাতে পারে। এমন আবহাওয়া এবারের ডেঙ্গু পরিস্থিতিকে দীর্ঘায়িত করতে পারে।
এ প্রসঙ্গে মুশতাক হোসেন গত বছরের উদাহরণ টেনে বলেন, গতবার সর্বোচ্চ সংক্রমণ হয়েছিল অক্টোবর মাসে।
এ মাসে থেমে থেমে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে, এমন মন্তব্য আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদের। তিনি বলেন, এখন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আবার তাপপ্রবাহও বইছে বিভিন্ন এলাকায়।
কীটতত্ত্ববিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবীরুল বাশার বলেন, এডিস মশার বংশবিস্তারের জন্য এই আবহাওয়া অনুকূল। তবে এখন ঢাকার চেয়ে ঢাকার বাইরে বেশি সংক্রমণ ঘটছে। আবহাওয়ার এই অবস্থা থাকলে মশা বিস্তারের পাশাপাশি ডেঙ্গুর বিস্তার বাড়তে পারে।
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছিল গত বছর, ২৮১ জন। চলতি বছর অনেক আগেই সেই রেকর্ড ছাড়িয়ে গেছে।