মাত্রাতিরিক্ত লোডশেডিং সিলেটবাসী বরদাশত করবে না
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ৭:১৮:১০ অপরাহ্ন
গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের বিবৃতি
গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী ও সদস্য সচিব মকসুদ হোসেন এক বিবৃতিতে সিলেট জেলা ও বিভাগের বিভিন্ন উপজেলায় মাত্রাতিরিক্ত লোডশেডিং এর তীব্র নিন্দা জ্ঞাপন করে বলেন, এই অসহনীয় লোডশেডিং এর ফলে সিলেটের সাধারণ মানুষ দিনের বেলা রুটি-রুজিতে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। রাতের বেলা মানুষ ঠিকমত ঘুমাতে পারছেন না। এই না ঘুমানের ফলে সিলেটের ঘরে ঘরে অসুখ-বিসুখ বৃদ্ধি পাচ্ছে।
নেতৃবৃন্দ সিলেট জেলা ও বিভাগের বিভিন্ন উপজেলায় মাত্রাতিরিক্ত লোডশেডিং অনতিবিলম্বে সহনীয় পর্যায়ে নিয়ে আসার জোর দাবী করে বলেন, অন্যথায় এই অসহনীয় ও মাত্রারিরিক্ত লোডশেডিং সিলেটবাসী বরদাশত করবে না। বিজ্ঞপ্তি