হবিগঞ্জে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৪
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ৭:৩৪:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের চুনারুঘাট উপাজেলায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে দু’জন ঘটনাস্থলে এবং অপর দুইজন হাসপাতালে নেওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের রাজাপুর গ্রামের করিম মিয়ার ছেলে সিএনজি চালক জসিম মিয়া (২৩), একই উপজেলার মিরাশী ইউনিয়নের বড় লাদিয়া গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে রুমেল আহমেদ (৪০) ও কালিশিড়ি গ্রামের আব্দুর রহিমের স্ত্রী নাজমা আক্তার (৪০)। চিকিৎসারত অবস্থায় শুক্রবার বাদ জোহর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বগাডুবি গ্রামের মোহাম্মদ মাঈনুল ইসলাম (৩০)। তিনি নবীগঞ্জ উপজেলা ভ‚মি অফিসে পেশকার হিসেবে কর্মরত।
বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাশেদুল হক জানান, সংঘর্ষে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। পরে অন্যান্য আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরেক জনের মৃত্যু হয়। তারা সকলেই সিএনজি অটোরিকশার যাত্রী। অন্য আহতদের মধ্যে একজন শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।