দোয়ারায় মোটরবাইক থেকে ছিটকে পড়ে যুবক নিহত
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ৭:৪২:২১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫ জন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাংলাবাজার ব্রিটিশ সড়কের নৌকা ভাংগা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম এখলাছ মিয়া (২৬)। তিনি ছাতক উপজেলার চরমাধক গ্রামের জাহির উদ্দিনের ছেলে। আহতরা হলেন- বাংলাবাজার ইউনিয়নের বড়খাল গ্রামের মৃত সোনাধর আলীর ছেলে নুরুল হাসান (৩২), একই গ্রামের সুলমান মিয়ার ছেলে আছর আলী (৩৫) ও মৌলারপার গ্রামের জাহির মিয়া (৫০)। অপর দুইজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দোয়ারাবাজার-বাংলাবাজার ব্রিটিশ সড়কের নৌকা ভাংগা নামক স্থানে দ্রæত গতিতে আসা দুই মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে পাঁচ আরোহী ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই এখলাছ মিয়া নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। নিহতের বিষয়টি নিশ্চিত করেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান।