ডা. ইব্রাহিমের মৃত্যুবার্ষিকীতে ডায়াবেটিক সমিতির সভা
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ৮:২২:৫৬ অপরাহ্ন
আমাদের শপথ নেওয়া উচিত, নিয়ম-শৃংখলা মাফিক জীবন যাপন, পরিমিত আহার গ্রহণ, নিয়মিত ব্যায়াম করন অর্থাৎ যেভাবেই হোক রক্তের সুগারকে আমরা নিয়ন্ত্রণে রাখবো। রক্তে সুগার নিয়ন্ত্রণ মানে ডায়াবেটিস নিয়ন্ত্রণ আর ডায়াবেটিস নিয়ন্ত্রণ মানে সুস্থ জীবন যাপন।জাতীয় অধ্যাপক ডাঃ ইব্রাহিম এর ৩৪তম মৃত্যু বার্ষিকী ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ঘোষিত ডায়াবেটিক সেবা দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক সমিতি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য প্রদানকালে সমিতির কার্যকরি কমিচির সদস্য সাংবাদিক আফতাব চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন।
বৃহস্পতিবার বেলা ১২ টায় সিলেট ডায়াবেটিক সমিতির বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীম সভাকক্ষে সমিতির কার্যকরি কমিটির সদস্য সাংবাদিক আফতাব চৌধুরীর সভাপতিত্বে, সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ললিত মোহন নাথ এর সঞ্চালনায় আলোচনা সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট কালেক্টরেট মসজিদের পেশ ইমাম হাফিজ মৌলানা মোঃ শাহ আলম।সমিতির সাধারণ সম্পাদক লোকামান আহমদ তাঁর বক্তব্যে বলেন, সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালে আমরা ডায়াবেটিকস রোগের চিকিৎসাসহ অন্য রোগের চিকিৎসা প্রদানের ধারাবাহিকতা অব্যাহত রেখেছি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির কার্যকরি কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শিবব্রত ভৌমিক চন্দন, যুগ্ম-কোষাধ্যক্ষ এডভোকেট মো: সিদ্দিকুর রহমান, সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা: আলাউদ্দিন আহমেদ প্রমূখ। আলোচনা সভা ও দোয়া মাহফিলে হাসপাতালের চিকিৎসকবৃন্দ, কর্মকর্তা-কার্মচারী, আগত রোগীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জাতীয় অধ্যাপক ডাঃ ইব্রাহিম, সিলেট ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. এম. এ. রকিব, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান এডভোকেট আফম কামাল, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীম এর বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন সিলেট কালেক্টরেট মসজিদের পেশ ইমাম হাফিজ মৌলানা মোঃ শাহ আলম ।
এছাড়াও ডায়াবেটিক সেবা দিবসের কর্মসূচী হিসেবে সকাল সাড়ে ১০টা থেকে হাসপাতাল প্রাঙ্গণে আগত রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস সনাক্ত করা হয়। জাতীয় অধ্যাপক ডাঃ ইব্রাহিম এর ৩৪তম মৃত্যু বার্ষিকী ও ডায়াবেটিস সেবা দিবস উপলক্ষ্যে সিলেট ডায়াবেটিক সমিতি কর্তৃক আয়োজিত বিনামূল্যে ডায়াবেটিক সনাক্তকরণ কর্মসূচীর উদ্বোধন করেন সমিতির কার্যনির্বাহী সদস্য ও কলামিষ্ট সাংবাদিক আফতাব চৌধুরী। বিজ্ঞপ্তি