দোয়ারায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ৮:২৬:১৬ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল এখলাছ মিয়া (২৭) নামের এক যুবকের। আহত হয়েছেন আরও ৪জন। শুক্রবার দুপুর দেড়টায় উপজেলার দোয়ারাবাজার ব্রিটিশ সড়কে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার উপজেলার বাঁশতলা পর্যটন এলাকায় ঘুরতে আসেন ছাতক উপজেলার চরমাধব গ্রামের মৃত জহির উদ্দিনের পুত্র এখলাছ মিয়া (২৭), রুহুল আমিন (২৮), জাহির মিয়া (৩১), আনছর আলী (৩৫) ও নুরুল হক। শুক্রবার দুপুর দেড়টায় ছাতক উপজেলা থেকে তিনজন বাঁশতলা যাওয়ার পথে দোয়ারাবাজার ব্রিটিশ সড়কে ব্রিটিশ পয়েন্টে পৌঁছার পর দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এখলাছ মিয়া (২৭)। স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহত ৪ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।