সিলেটে বিটিএ’র মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ৯:১৫:১৬ অপরাহ্ন
বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ বজলুর রহমান মিয়া বলেছেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মূল দাবি মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ। এ দাবী আদায়ের লক্ষ্যে দেশের সমগ্র শিক্ষক সমাজ আজ ঐক্যবদ্ধ। আন্দোলন সফল করার লক্ষ্য সকলকে প্রস্তুত থাকতে হবে।তিনি বলেন, জাতি গড়ার কারিগর শিক্ষক সমাজের দাবী বাস্তবায়নের লক্ষ্যে গত ৮ মার্চ বিটিএ কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১০ মার্চ সারাদেশের জেলা সদরে ও কেন্দ্রীয়ভাবে প্রেসক্লাবের সামনে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসক-বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। এর পর থেকে ধারাবাহিকভাবে বিটিএ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। বিটিএর দাবী আদায় না হওয়া পর্যন্ত দেশের শিক্ষক সমাজ ঘরে ফিরে যাবে না।তিনি শুক্রবার বিকেলে সিলেট জেলা পরিষদ হলরুমে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিলেটে সাংগঠনিক সফর উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) সিলেট জেলা সভাপতি মোঃ কত্বু উদ্দিনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সদস্য মহি উদ্দিন হায়দার ও বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক নেতা সাইফুল ইসলাম রানার যৌথ পরিচালনায় সভায় প্রধান বক্তার রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি ( বিটিএ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ।মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির ( বিটিএ) কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম মোস্তফা কামাল, বেলাল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম, সদর উপজেলা শিক্ষক প্রতিনিধি সুরন্জিত দাস, ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি মোঃ হারুনুর রশীদ, দক্ষিণ সুরমা প্রতিনিধি মোঃ আব্দুস সালাম, জকিগঞ্জ প্রতিনিধি মোঃ আজির উদ্দিন।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মৌলানা রফিকুল ইসলাম। গীতাপাঠ করেন দীলিপ কুমার মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন বিটিএ সিলেট জেলা সাধারণ সম্পাদক আব্দুল মালিক রাজু। বিজ্ঞপ্তি