মহালয়া উদযাপন পরিষদ’র সভা
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ৭:৪৭:২১ অপরাহ্ন
মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩০ বাংলার কার্যকরী পরিষদের এক সভা শুক্রবার বেলা ১১টায় নগরীর মীরাবাজারস্থ শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় অনুষ্ঠিত হয়েছে। পরিষদের সভাপতি এ্যাপেক্সিয়ান চন্দন দাশ এর সভাপতিত্বে এবং সহ সভাপতি বিনয় ভূষণ তালুকদার ও সাধারণ সম্পাদক ব্যাংকার জ্যোতি মোহন বিশ্বাস এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক প্রশান্ত কুমার সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিষদের প্রধান সমন্বয়কারী বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডি.জি.এম প্রণব কুমার দেবনাথ।
সভায় বক্তব্য রাখেন যুগ্ম সমন্বয়কারী এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, সহ সভাপতি ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ, ব্যাংকার জ্যোতির্ময় দাশ যীশু, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যাংকার অরুণ কুমার বিশ্বাস, সহ সম্পাদক মৃণাল কান্তি চৌধুরী মঞ্জু, রোটারিয়ান পীযুষ কান্তি পুরকায়স্থ, রজত চক্রবর্ত্তী, প্রভাষক নিহার রঞ্জন রায়, সহ সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার পাল, রমা কান্ত গুপ্ত রূপু, সুশান্ত বণিক, কোষাধ্যক্ষ হারাধন দেব প্রভাস, সাংস্কৃতিক সম্পাদক অমিত ত্রিবেদী, সহ সাংস্কৃতিক সম্পাদিকা পরাগ রেণু দেব তমা, সীমা রাণী সরকার প্রমুখ। সভায় আগামী ১২ অক্টোবর থেকে ৩ দিনব্যাপী মহালয়া উৎসব সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করার লক্ষ্যে দল মত নির্বিশেষে সিলেটের সর্বস্তরের ভক্ত-সজ্জন সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করা হয়েছে।
পরিষদের পরবর্তী সভা আগামী ১৫ সেপ্টেম্বর শুক্রবার একই স্থানে একই সময়ে অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্ট সকলের উপস্থিতি পরিষদের পক্ষ থেকে একান্তভাবে কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি