সিলেটে জন্মাষ্টমী উৎসব ও পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ৭:৫০:১৬ অপরাহ্ন
সিলেটে ভক্তি, শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে হিন্দু ধর্মের প্রাণপুরুষ শ্রীকৃষ্ণের জন্মদিন ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষে তিনদিন ব্যাপি বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর ৮নং ওয়ার্ডস্থ করেরপাড়া শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দিরে গীতা সংঘ করেরপাড়া সিলেট এর উদ্যোগে পার্থসারথি ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহবায়ক ও গীতা সংঘ করেরপাড়া সিলেটের যুগ্ম সাধারণ সম্পাদক মনোজ কান্তি দাস চৌধুরীর সভাপতিত্বে এবং জন্মাষ্টমী’ উদযাপন পরিষদের সদস্য সচিব ও গীতা সংঘ করেরপাড়া সিলেটের সাংস্কৃতিক সম্পাদক সুজিত কুমার দাস এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গীতা সংঘ করেরপাড়া সিলেটের সাধারণ সম্পাদক সুখরঞ্জন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার ও আইসিটি অধিদপ্তরের সাবেক মহাপরিচালক বনমালী ভৌমিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গীতা সংঘ করেরপাড়া সিলেটের উপদেষ্টা ও বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. সত্যরঞ্জন দেব, সংঘের উপদেষ্টা ও সুনামগঞ্জ সরকারি কলেজের প্রফেসর ননীগোপাল দাস, সংঘের উপদেষ্টা ও নগরীর ৮নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশ, কালিবাড়ী আখালিয়া সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী বাবুল দেব, সংঘের সভাপতি সভাপতি প্রেমতোষ দাস, শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দির করেরপাড়া আখালিয়া সিলেট এর সভাপতি অরবিন্দু দাশ, সাপলা সংঘ করেরপাড়া সিলেট এর সভাপতি দেবজ্যোতি মজুমদার রতন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গীতা সংঘ করেরপাড়া সিলেট এর যুগ্ম আহবায়ক নিখিল দে, সঞ্জন দেব, মৃনাল সেন, অপরেশ দাস অপু, অর্থ সম্পাদক সুমন দেব, সহ অর্থ সম্পাদক নিকেশ তারুকদার, সাংস্কুতিক সম্পাদক বিজয় চৌধুরী, সহ সাংস্কৃতিক সম্পাদক অভিজিৎ পাল, শোভাযাত্রা সম্পাদক বিপ্লব দেবনাথ, সহ শোভাযাত্রা সম্পাদক অমিত চন্দ্র, আলোকসজ্জা সম্পাদক সজল সরকার, সহ আলোকসজ্জা সম্পাদক সুবল দে, আপ্যায়ন সম্পাদক রামকৃঞ্চ মজুমদার, সহ আপ্যায়ন সম্পাদক রাজীব পাল, সদস্য এড.অজিত রায়, টিপু দেব, আশীষ তালুকদার, বিপ্লব সাহা ও লিটন দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি