বেকা সিলেট ইউনিটের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ৭:৫২:৩৩ অপরাহ্ন
সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি ও বেকা সিলেট ইউনিটের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, বিএনসিসির প্রশিক্ষণ প্রাপ্ত ক্যাডেটরা সমাজ গঠনে ও যে কোনো দুর্যোগকালে মানুষের কল্যাণে কাজ করেন। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের বিএনসিসির প্রশিক্ষণ গ্রহন করে মানবসেবায় এগিয়ে আসতে হবে। তিনি শুক্রবার রাতে নগরীর জিন্দাবাজারের একটি অভিজাত রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের হলরুমে বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা) সিলেট ইউনিট আয়োজিত কাউন্সিলর এক্স ক্যাডেট আজাদুর রহমান আজাদ এবং কাউন্সিলর এক্স-ক্যাডেট শেখ তোফায়েল আহমদ সেপুল এর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইউনিটের সভাপতি ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ইউনিটের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ (অব.) এম আতাউর রহমান পীর, অন্যতম উপদেষ্টা মাহবুব ছোবহানী চৌধুরী, উপদেষ্টা ৭ বিএনসিসি ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কমান্ডার ড. তোফায়েল আহমদ, উপদেষ্টা এম সি. কলেজ প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন ও বেকা সিলেট ইউনিটের প্রতিষ্ঠাতা সভাপতি মালেক খান। শুরুতেই সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ছদরুল ইসলামের কন্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর আমন্ত্রিত অতিথি ও উপদেষ্টাগণকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন ইউনিটের সাধারণ সম্পাদক হুসনুল মো. আনিসুল হক চৌধুরী সুমন। বক্তব্য রাখেন ইউনিটের সহ সভাপতি আতিকুর রেজা চৌধুরী, বেকা জাতীয় নির্বাহী পরিষদের পর্যটন সচিব আব্দুল্লাহ আল হারুন রাজু, উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ এবং সংবর্ধিত অতিথিগণ। বক্তারা আলোচনায় বেকা সিলেট ইউনিটের বিগত কার্যক্রম সম্পর্কে মতামত ও নানাবিধ পরামর্শ তুলে ধরেন। সংবর্ধিত অতিথিদের ইউনিটের পক্ষ হতে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা জ্ঞাপন করা হয়। বেকা সিলেট ইউনিট তার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠানের এক পর্যায়ে একজন বিপদগ্রস্থ মানুষকে তাঁর পরিবারের চিকিৎসার ব্যয় বাবদ চেক প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কো-অপ্ট সদস্য আব্দুল মুনিম মল্লিক মুন্না ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহআলম রাফি। উপস্থিত ছিলেন বেকা সুনামগঞ্জ ইউনিটের সভাপতি মো. হোসেন আহমদ, কার্যকরী কমিটির কোষাধ্যক্ষ পিকলু কুমার সরকার, মহিলা বিষয়ক সম্পাদিকা রুফিয়া বেগম, প্রচার সম্পাদক সাংবাদিক মো. মুহিবুর রহমান, দপ্তর সম্পাদক মো. মিলাদ হোসেন, নির্বাহী সদস্য গোলজার আহমদ, অনুপম দাস, সুলতান আহমদ রাজু , কো-অপ্ট সদস্য মো. মিজানুর রহমান, বিভাষ রায়, আলমগীর আহমদ, সদস্য মো. জয়নাল আবেদীন, ফুজায়েল আহমদ, এনামুল হক এনাম, মো. মোনায়েম খান শিহাব, মো. এহিয়া,মো. সামসুদ্দোহা রাজু, ডা. এ.এ. এম শিহাব উদ্দিন,আব্দুল কুদ্দুছ সেলিম, আব্দুর রহমান, জুনায়েদ আহমদ, হাফিজুর রহমান, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ। বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা) সিলেট ইউনিটের দুই জন অন্যতম সদস্য সদ্য সমাপ্ত সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের ৫ম বার নির্বাচিত কাউন্সিলর আজাদুর রহমান আজাদ এবং ৪ নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর শেখ তোফায়েল আহমদ সেপুল। এ উপলক্ষে সংবর্ধনার আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি