আজমিরীগঞ্জে আসামী পক্ষের পিটুনিতে ৮ পুলিশ আহত
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ৮:১৮:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের আজমিরীগঞ্জে গভীর রাতে আসামী ধরতে গিয়ে আসামীপক্ষের লোকজনের পিটুনিতে ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার ভোর রাতে উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের মোড়লদীঘি এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ৭ সেপ্টেম্বর দুপুরে পশ্চিমভাগ গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আমজাদ তালুকদারের ছেলে সোহাগের সাথে একই গ্রামের আরব আলী ও তার ছেলে শাহীনের সাথে টাকার লেনদেন নিয়ে বাক্বিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় সোহাগ থানায় মামলা দায়ের করেন।
এর প্রেক্ষিতে ওইদিন রাত ৩টার দিকে আসামী ধরতে আরব আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় বাড়িতে প্রতিপক্ষের হামলা হয়েছে ভেবে আসামী পক্ষের লোকজন পুলিশকে ধাওয়া ও মারধর করে। এতে আজমিরীগঞ্জ থানার এসআই ভুপেন্দ্র বর্মন, এসআই পুঁনুয়েল হাচচা, এসআই ফুয়াদ আহমেদসহ রাজিব দত্ত, দেলোয়ার হোসেন, হায়দার জাহান, আবু তাহের ও রুবেল মিয়াসহ ৮ পুলিশ সদস্য আহত হন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসুক আলী বলেন, আসামী ধরতে গিয়ে পুলিশের সাথে আসামীর লোকজনের ধাক্কা-ধাক্কি হয়েছে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। শুক্রবার ভোরে আহতদের মধ্যে সাতজনকে প্রাথমিক চিকিৎসা ও এসআই ভুপেন্দ্র বর্মনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।