শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হলে দেশের উন্নয়ন ধারা অব্যাহত থাকবে: ডা. দুলাল
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ৮:৪১:০৪ অপরাহ্ন
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, শেখ হাসিনা যখনই ক্ষমতায় আসেন তখনই উন্নয়ন কর্মকাণ্ড তরান্বিত হয়। তিনি আবারও প্রধানমন্ত্রী হলে উন্নয়নের ধারা অব্যহত থাকবে।শনিবার বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কালীগঞ্জ বাজারে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় ও গণসংযোগকালে তিনি একথা বলেন।মতবিনিময় ও গণসংযোগকালে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নীলু ভূষণ দে, হুমায়ুন রশীদ চৌধুরী, দপ্তর সম্পাদক আব্দুশ শহীদ দুলাল, সাংস্কৃতিক সম্পাদক এম এ মালেক, যুবলীগ নেতা হেলালুজ্জামান বকুল, আব্দুল মুহিত মেম্বার, টিপু সুলতান, রাসেল আহমদ চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি