আল্লামা সাঈদী সুপরিচিত দায়ী ছিলেন : মাওলানা ফারুক আহমদ
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ৮:৫২:২৭ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা ফারুক আহমদ বলেন, আল্লামা সাঈদী সাহসিকতা ও বলিষ্ঠতার সাথে তাফসির ময়দানে ভূমিকা রেখেছেন। তিনি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ইক্বামতে দ্বীনের একজন মুজাহিদ হিসেবে সাহসিকতার পরিচয় দিয়েছেন। আল্লামা সাঈদীর তাফসির মাহফিল গুলোতে শ্রমজীবী মানুষরা মৌমাছির মতো ছুটে আসতেন। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে বহু কথা বলেছেন। তিনি ছিলেন দেশ-বিদেশের সুপরিচিত আলেমে দ্বীন ও দায়ী।
শনিবার বিকাল ৫টায় সিলেটে একটি হলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা দক্ষিণ শাখার উদ্যেগে আয়োজিত আল্লামা সাঈদীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ফারুক আহমদ উপরোক্ত কথা গুলো বলেন।
জেলা সভাপতি ফখরুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট বিভাগের সাবেক সাধারণ সম্পাদক হাকিম নাজিম উদ্দীন। বক্তব্য রাখেন জেলা সহ সভাপতি রেহান উদ্দিন রায়হান ও কামরুজ্জামান খান ফয়সল, জেলা সহকারী সাধারণ সম্পাদক জাহেদুর রহমান, আব্দুল হান্নান ও আব্দুল মুমিন। উপস্থিত ছিলেন শ্রমিকনেতা কুতুবউদ্দিন, এহসান রশিদ রাজু, শাহিন আহমদ রাজু, মুহাম্মদ আলী হোসাইন, আল আমীন, মুনিবুর রহমান পাভেল, আনসার আলী ও জামিল আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি