কুলাউড়ার ওসি বিশেষ পুরস্কারে ভূষিত
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ৮:৫৪:১২ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বিশেষ ভূমিকা রাখার জন্য জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন। শনিবার মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার বিভিন্ন থানা ও পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।পুরষ্কারের অভিন্ন মানদন্ডের আলোকে আগস্ট মাসে কুলাউড়া থানা এলাকায় জঙ্গীবিরোধী অভিযান পরিচালনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিসিটিসি) ইউনিটকে সার্বিক সহযোগিতা করায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেককে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও কুলাউড়া থানার পরিমল চন্দ্র দাস আগস্ট মাসে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন।
পরে শ্রেষ্ঠত্ব অর্জনকারী থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত অফিসারগণের হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার)।পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় মাসিক অপরাধ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান এবং মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানার অফিসার ইনচার্জগণ।