সিলেটে সন্ধানীর ৪১তম ষাম্মাসিক সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ৮:৫৮:১১ অপরাহ্ন
‘আমার রক্ত সঞ্জীবনী হোক সকল প্রাণের তরে/ দৃষ্টিহীনের স্বপ্ন সাজুক আমার দুচোখ ভরে’ মূলমন্ত্রে অনুষ্ঠিত হলো বাংলাদেশের বৃহত্তম স্বেচ্ছাসেবী সংস্থা কেন্দ্রীয় সন্ধানীর ৪১তম ষাম্মাসিক সভা। ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত ‘সন্ধানী’ এ পর্যন্ত ৫ লক্ষাধিক ব্যাগ রক্ত সংগ্রহের পাশাপাশি প্রায় ৪ হাজার মানুষের চোখে আলো ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে। মানবসেবার ব্রত নিয়ে সারা বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে সন্ধানীর ৩৪টি ইউনিট সফলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে।
শুক্রবার সকালে সিলেটের প্রথম বেসরকারি হাসপাতাল রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত কেন্দ্রীয় সন্ধানীর ৪১তম সভার উদ্বোধনী সভায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাগীব রাবেয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির চেয়ারম্যান রাগীব আলী।
সন্ধানী কেন্দ্রীয় পরিষদের আয়োজনে ও সন্ধানী জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ইউনিটের সহযোগিতায় আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেন পলাশ, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. এ.কে.এম দাউদ, পরিচালক অধ্যাপক ডা. মো. তারেক আজাদ, রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সদস্য সাদিকা জান্নাত চৌধুরী, সন্ধানীর প্রতিষ্ঠাতা সদস্য ডা. মোশাররফ হোসেন মুক্ত, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডা. মনিলাল আইচ মিটু।
সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সভাপতি তাহসিন আলম সাইম’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সন্ধানী জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি ও সন্ধানীর ৪১তম ষাম্মাসিক সভা বাস্তবায়ন কমিটির আহবায়ক তারেক জামিল খান নাবিল। ডা. রাজীব আহসান সুমন ও নিশাত আনজুম এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সন্ধানী জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ইউনিটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. ফজলুল হক সোহেল, সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সহ সাধারণ সম্পাদক রাকীব আলী। অনুষ্ঠানে ডা. রাশেদুল কবির ও অধ্যাপক নাজমুল ইসলামকে সন্ধানীর পক্ষ থেকে মরণোত্তর সংবর্ধনা প্রদান করা হয়। শুরতে কোরআন থেকে তেলাওয়াত করেন গোলাম মাহবুবুর রহমান। বিজ্ঞপ্তি