দুবাগ ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির ওঠান বৈঠক
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ৮:৫৯:৫৯ অপরাহ্ন
জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলন বেগবান করার লক্ষ্যে বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির ওঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এই ওঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনতম সদস্য, সিলেট জেলা বিএনপির সাবেক সফল সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আক্তার খান জায়েদ, সহ-সভাপতি অহিদ তালুকদার, দুবাগ ইউনিয়ন বিএনপি সভাপতি হারুন রশীদ, সাধারণ সম্পাদক নুরুল কিবরিয়া,সিঃ সহ সভাপতি সেলিম আহমদ, সহ সভাপতি আব্দুল গনি, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান ছানু, সাংগঠনিক সম্পাদক এনাম আহমদ চৌধুরী, ৩নং ওয়ার্ড সভাপতি কয়ছর আহমদ চৌধুরী, ২নং ওয়ার্ড সাবেক সভাপতি ময়ুর আহমদ মেম্বার, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ২নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম, বিয়ানীবাজার সরকারি কলেজের যুগ্ম আহবায়ক আফসার উদ্দিন, দুবাগ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মির্জা তাকী প্রমুখ। বিজ্ঞপ্তি