আদালত থেকে পালিয়ে যাওয়া আসামী ৩ দিন পর আটক
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৩, ৫:৩২:০৬ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জ আদালত থেকে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়ার ৩ দিন পর আসামী রাজু (২৭)কে সিলেটের কোম্পানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে।রোববার ভোররাতে মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তি সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে ভারতীয় সীমান্ত ঘেঁষা বহরামপুর গ্রামের কথিত শ^শুর বাড়ী থেকে তাকে আটক করেন। এর আগে শনিবার দুপুরে মাধবপুরের ধর্মঘর ইউনিয়নের শিবরামপুর পশ্চিম পাড়া রাজুর বাড়ী থেকে হ্যান্ডকাপটি উদ্ধার করা হয়।
উল্লেখ্য যে, মাদক মামলার আসামী হিসেবে গত ৭ সেপ্টেম্বর দুপুরে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করার সময় চান্দ বাদশা উরফে চান্দ মিয়ার ছেলে রাজু কৌশলে হাতকড়া নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরদিন অর্থাৎ ৮ সেপ্টেম্বর হবিগঞ্জ সদর থানায় হাতকড়াসহ পলাতক রাজুর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামী রেখে ৫নং মামলা রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সনক কান্তি জানান, উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে বিভিন্ন স্থানে অভিযান, তথ্য প্রযুক্তি ও সোর্স নিয়োগ করে পালিয়ে যাওয়া রাজুকে আটক করা হয়েছে।