শাহজালাল বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৩, ৬:৩২:০১ অপরাহ্ন
‘জিয়া পরিষদ’ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট’র ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মো. আব্দুল কুদ্দুস ও মহাসচিব প্রফেসর ড. মো. এমতাজ হোসেন শনিবার (৯ সেপ্টেম্বর) ২১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন।
গণিত বিভাগের প্রফেসর ড. মো: আশরাফ উদ্দিনকে কমিটির সভাপতি ও পরিসংখ্যা বিভাগের প্রফেসর ড. খালিদুর রহমানকে কমিটির সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন- সহ-সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রফসের ড. মুহম্মদ মোরাদ, ড. শাহ মোঃ আতকিুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক প্রফসের ড. মোহাম্মদ মজিানুর রহমান ও প্রফসের ড. মোহাম্মদ শাহদিুল হক, সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোঃ লুৎফুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক সম্পাদক সহযোগি অধ্যাপক নাদিয়া হক, সদস্য প্রফেসর ড. আ ক ম মাহবুবুজ্জামান, প্রফেসর মোহাম্মদ আহমদ কবির চৌধুরী, প্রফেসর ড. মোঃ মোজাম্মেল হক, প্রফেসর ড. গোলাম আলী হায়দার চৌধুরী, প্রফেসর ড. নাজনীন আখতার, প্রফেসর ড. মোঃ এছহাক মিয়া, প্রফেসর ড. মোঃ মিছবাহ উদ্দিন, প্রফেসর ড. মোঃ মাহবুবুল আলম, প্রফেসর ড. এস এম খুরশিদ আলম ও প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম।