গোলাপগঞ্জ যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদকে বিদায়ী সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৩, ৭:৫০:৩০ অপরাহ্ন
গোলাপগঞ্জ উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আহাদকে বদলি জনিত বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার দুপুরে কৃষি হল রুমে উপজেলার নিবন্ধিত সকল সংগঠনের উদ্যোগে এই সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা কর্মকর্তাদের পাশাপাশি উপজেলার নিবন্ধিত সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
তরুণ সংগঠক সোহেল আহমেদের সভাপতিত্বে ও হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার সভাপতি আশফাক আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আহাদকে সংবর্ধনার পাশাপাশি আগত নতুন যুব উন্নয়ন কর্মকর্তা ছালাহ উদ্দিন ভূঁইয়াকে ফুল দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার নুরুল হক, যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা শফিকুল ইসলাম, রণদীর দেবনাথ ও ক্যাশিয়ার আলমগীর হোসেন।
সংগঠকদের মধ্যে বক্তব্য রাখেন হলি আর্ট যুব কল্যান সংস্থার সভাপতি আশফাক আহমদ, পুষ্পকলি সমাজ কল্যান যুব সংস্থার সভাপতি রেদওয়ান আহমদ, এসডিএস সোসাইটির পরিচালক রেজাউল করিম,পল্লি যুব উন্নয়ন সংস্থার পরিচালক এইচএম সেলিম, গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের সভাপতি ফয়েজ আহমদ, সাংবাদিক ও সংগঠক অলিউর রহমান তামিম, মাইজভাগ সমাজ কল্যান যুব সংস্থার সভাপতি সুহেল আহমদ, বারোকুট সমাজ কল্যান যুব সংস্থার সভাপতি কামরুল ইসলাম, কৈলাশ সমাজ কল্যান সংস্থার পারভিন বেগম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন- যুব উন্নয়ন কর্মকর্তা ছিলেন সৎ, যোগ্য, পরিশ্রমী ও দায়িত্বশীল কর্মকর্তা। তিনি সকল কাজকর্ম দক্ষতার সাথে পালন করেছেন। তার সময়ে শত শত বেকার যুবক- যুবতী যুব প্রশিক্ষন গ্রহন করে বেকারত্ব দূর হয়েছে এবং স্বাবলম্বী হয়েছে। তার সুদক্ষ কর্মকান্ড গোলাপগঞ্জবাসী ভুলতে পারবে না। বিজ্ঞপ্তি