মোবাইল পাঠাগারের সাহিত্য আসর অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৩, ৭:০২:৩৭ অপরাহ্ন
সিলেট মোবাইল পাঠাগারের ৮৩২ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর সম্পন্ন হয়েছে। শনিবার সন্ধ্যায় সিলেট নগরীর আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ মোবাইল পাঠাগারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সিলেট মোবাইল পাঠাগারের জীবন সদস্য, কবি দেওয়ান গাজী আব্দুল কুদ্দুস শমসাদের সভাপতিত্বে ও মোবাইল পাঠাগারের নির্বাহী সম্পাদক প্রভাষক আবদুল কাদির জীবনের উপস্থাপনায় সাহিত্য আসরে পঠিত লেখার উপর আলোচনা করেন কবি ছড়াকার কবির আশরাফ।মোবাইল পাঠাগারের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে স্বরচিত লেখাপাঠ ও গান পরিবেশন করেন গীতিকার নুর মোহাম্মদ চৌধুরী মুবিন, কবি কামাল আহমদ, মকসুদ আহমদ লাল প্রমুখ। বিজ্ঞপ্তি