জহির চৌধুরী সুফিয়ানের মৃত্যুবার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৩, ৭:০৫:৩৬ অপরাহ্ন
সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান ব্যবসা উন্নয়ন ও রাজনীতিতে খুব সৎ ছিলেন। সততাকে পুঁজি করে আদর্শবান মানুষ হিসাবে সারাটা জীবন কাটিয়েছেন। তিনি একজন কর্মীবান্ধব মানুষ ছিলেন। তার গুণাবলী আমাদের মনকে কাঁদায়। তিনি শুধু সাহসী রাজনীতিবীদ নয় যে কোন দুর্যোগে তিনি কর্মীদের পাশে থাকতেন। তিনি সবাইকে আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের আদর্শ অনুসরণ করে তার আদর্শিক কর্মী হিসাবে কাজ করে স্বপ্নের সোনার বাংলা তথা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান।
সিলেট পরিষদের প্রথম প্রশাসক ও সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান এর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা পরিষদ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
রোববার দুপুরে সিলেট জেলা পরিষদের হল রুমে সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান এর সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ এর পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্ধীপ কুমার সিংহ, সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি সফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, উপ দপ্তর সম্পাদক মোঃ মজির উদ্দিন, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান, জেলা পরিষদ সদস্য মাওলানা মোছাদ্দিক আহমদ, মোঃ নাসির উদ্দিন, মোঃ আব্দুল হামিদ, এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, মোহাম্মদ খছরুল হক, ইফজাল আহমদ চৌধুরী, সহকারী প্রকৌশলী মাসুদ আলম চৌধুরী, ডৌবারী ইউপি চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, এডভোকেট মামুন রশীদ, মিজানুর রহমান, আহমদ হোসেন খান, পরিবারের পক্ষে মাহিন ও নাহিনসহ জেলা পরিষদের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভা ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা মোহাম্মদ শাহ আলম।উল্লেখ্য আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি