তরুণ-যুবকরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে : ড. ফরাস উদ্দিন
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৩, ৭:৩৫:৩৭ অপরাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি: বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিন আহমদ বলেছেন, সামাজিক সংগঠনগুলো এলাকার বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অগ্রগামী ভূমিকা পালন করে। বাংলাদেশ এগিয়ে যাওয়ার পিছনে মুক্তিযুদ্ধের কালজয়ী ইতিহাস কাজ করছে। এই দেশের তরুণ-যুবকরা সবসময় জাতির পাশে থেকে দেশ এগিয়ে নিতে সহায়তা করেছেন।
তিনি শনিবার পৌরসভার কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গোলাবশাহ কিশোর সংঘের ১৬তম দ্বি-বার্ষিক কাউন্সিল ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সংগঠনের বিদায়ী সভাপতি আফজাল হোসেন সাজুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আকবর হোসেন লাভলুর সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ এমপি। তিনি বলেন, তরুণরা সচেতন হলে একটি সমাজ ব্যবস্থা আমূল বদলে দিতে পারে। বর্তমান সরকার ঘোষিত গ্রামকে শহরে পরিণত করতে হলে সরকারের পাশাপাশি তরুণদের এগিয়ে আসা উচিত। তিনি আরো বলেন, শিক্ষার পাশাপাশি আধুনিক মনোভাব সম্পন্ন তরুণদের খুব প্রয়োজন। যারা সকল অচলায়তন ভেঙ্গে দেশের কল্যাণে নিবেদিত হবে।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ জাকারিয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষা সম্পাদক ছিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক, জেলা পরিষদের সদস্য খসরুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার অধ্যাপক আব্দুল খালিক, সাবেক মেয়র আব্দুস শুকুর, গোলাবশাহ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি হারুনুর রশীদ দীপু, সাধারণ সম্পাদক নজরুল হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ ও গভর্ণিং বডির চেয়ারম্যান আবু আহমদ সাহেদ।
আলোচনা সভায় সংগঠনের স্মারক গোলাবশাহ দর্পণ’র মোড়ক উন্মোচন করা হয়। পরে নতুন কমিটির সভাপতি হিসেবে আকিব হোসেন জাবেদ, সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ টিপুর নাম ঘোষণা করা হয়।