গোয়াইনঘাটে অজগর আটক
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৩, ৮:২৮:৩৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাটে রোববার ৭ ফুট লম্বা একটি বিশাল আকৃতির অজগর সাপ জালের মধ্যে জড়িয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে। তারা সাপটি মেরে ফেলার প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ এসে অজগরটি জনতার হাত থেকে রক্ষা করে।
জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার জানান, সকালে গোয়াইনঘাট থানার রুস্তমপুর ইউনিয়নের বীরমঙ্গল হাওর মাটিকাপা গ্রামে ইসমাইল আলীর পুকুরপাড়ে মাছ ধরার জালে আটকা পড়ে বিশাল আকৃতির অজগর। খবর পেয়ে তাৎক্ষণিক গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অজগর সাপটিকে নিজেদের হেফাজতে নেয়। পরে বন বিভাগের পক্ষে মো. আব্দুল মালেক সাপটি নেন। বিকেলে অজগরটিকে গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়।