চুনারুঘাটে পাহাড় থেকে যুবকের গলিত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৩, ৮:৩৩:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাহাড়ের নির্জন এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার শাহজীবাজার রঘুনন্দন পাহাড় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, রঘুনন্দন পাহাড়ের রাবার বাগান এলাকার নির্জন স্থানে অর্ধগলিত মরদেহটি দেখতে পান বনকর্মীরা। পরে বিষয়টি পুলিশকে জানানো। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে- দুর্বৃত্তরা অজ্ঞাত ওই যুবককে হত্যা করে গুমের উদ্দেশ্যে লাশটি জঙ্গলে ফেলে গেছে।
এ ব্যাপারে চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, এখনো মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে শনাক্তের জন্য পুলিশ কাজ করছে। এটি হত্যাকান্ড না অন্যকিছু তা খতিয়ে দেখা হচ্ছে।