কমছেনা ডেঙ্গুতে মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৩, ৯:০২:৪৫ অপরাহ্ন
১০ দিনে ১৩৭ প্রাণহানী
জালালাবাদ রিপোর্ট : ডেঙ্গুতে মৃত্যু কমছে না। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ মাসের প্রথম ১০ দিনেই মারা গেছেন ১৩৭ জন। সব মিলিয়ে চলতি বছর এখনো পর্যন্ত মারা গেছেন ৭৩০ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৯৯৩ জন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৪৮ হাজার ৩২৮ জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৬৭ হাজার ৫৯ জন ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৮১ হাজার ২৬৯ জন ভর্তি হয়েছেন।২৪ ঘন্টায় যে ১৪ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৮ জন ঢাকার ও ৬ জন ঢাকার বাইরের বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, আক্রান্তের সংখ্যা ঢাকার বাইরে বেশি হলেও মৃত্যু বেশি ঢাকায়। এ পর্যন্ত ঢাকায় মারা গেছেন ৫২১ জন এবং ঢাকার বাইরে ২০৯ জন।সরকারের তথ্য বলছে, নারীদের চেয়ে পুরুষেরা ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৬১ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ২ শতাংশ নারী। যাঁরা মারা গেছেন, তাঁদের মধ্যে ৪১৮ জন নারী এবং পুরুষ ২৯৮ জন। সবচেয়ে বেশি মারা যাচ্ছেন ৩১ থেকে ৪০ বছর বয়সীরা, যা মোট মৃত্যুর ১৯ শতাংশ। অন্যদিকে ১৬ থেকে ৩০ বছর বয়সীরা বেশি আক্রান্ত হচ্ছেন। মোট আক্রান্তের ৪১ শতাংশ এই বয়সীরা।চিকিৎসকেরা বলছেন, অনেক রোগী দেরিতে এবং পরিস্থিতি অনেক জটিল হওয়ার পর হাসপাতালে আসছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর্যালোচনা বলছে, ৫৫ শতাংশ ডেঙ্গু রোগীর মৃত্যু হচ্ছে হাসপাতালে পৌঁছানোর ২৪ ঘণ্টার মধ্যে।জনস্বাস্থ্যবিদেরা আশঙ্কা করছেন, ডেঙ্গুতে আক্রান্ত হওয়া ও মৃত্যুর বর্তমান ধারা আরও কিছুদিন একই থাকবে। হঠাৎ ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সংখ্যা কমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর আক্রান্ত রোগীর সংখ্যা না কমলে মৃত্যুও কমবে না।
এদিকে রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা বার বার বলছি, মশা যে পর্যন্ত না কমবে, সে পর্যন্ত ডেঙ্গু রোগীও কমবে না। কারণ মশার কামড়েই ডেঙ্গু রোগ হয়। কাজেই মশা নিধন করতে হবে। মশা নিধন করলেই রোগী কমবে, মৃত্যু কমবে।