মরক্কোয় ভূমিকম্পে ২ সহস্রাধিক মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৩, ৯:১৩:৩৭ অপরাহ্ন
খোলা আকাশের নিচে বহু মানুষ
জালালাবাদ রিপোর্ট : মরক্কোয় শুক্রবারের ভূমিকম্পের পর দ্বিতীয় রাতের মত খোলা আকাশের নিচে রাত কাটিয়েছে দেশটির বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ।বিশেষ করে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মারাকেশ, হাউজ, অ্যাটলাস পর্বতমালা এলাকায় আবার ভূমিকম্প হয়েছে। এই ভয়ে নিজেদের ঘরে ফিরে যায়নি বহু মানুষ।শুক্রবার রাতে হওয়া ভূমিকম্পে এখন পর্যন্ত দুই হাজারের বেশি মানুষ মারা গেছে বলে জানিয়েছে মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আরো দুই হাজারের বেশি মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে প্রায় দেড় হাজারের অবস্থা আশঙ্কাজনক বলে বলা হচ্ছে।এই ভূমিকম্পের পর শনিবার মরক্কোতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেন বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ। দেশটির সেনাবাহিনীকে উদ্ধারকাজে সহায়তা করার নির্দেশও দিয়েছেন তিনি।মরক্কোর মধ্যাঞ্চলে শনিবার ৬ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মরক্কো এর আগেও বেশ কয়েকবার ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়েছে।২০০৪ সালে দেশটির উত্তর-পূর্বের আল হোসেইমা অঞ্চলে ভূমিকম্পে ৬২৮ জন মারা গিয়েছিল। আর ১৯৬০ সালে আগাদির অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ১২ হাজার মানুষ মারা গিয়েছিল। এর থেকে ধারণা করা যায় যে এবারের ভূমিকম্পেও হতাহতের সংখ্যা বিপুল পরিমাণে বাড়তে পারে।মরক্কোর শুক্রবারের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল অ্যাটলাস পর্বতমালার মধ্যে। ঐ অঞ্চলে এমন অনেক দুর্গম গ্রাম রয়েছে যেখানে পৌঁছানো যথেষ্ট কষ্টসাধ্য।কাজেই এই ভূমিকম্পের আসল ক্ষয়ক্ষতির পরিমাণ কী, তা নিশ্চিতভাবে জানতে বেশ কয়েকদিন লেগে যাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।