জুড়ীতে পিকআপ ধাক্কায় ইউপি সদস্য আহত
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৩, ৫:৪৮:২৪ অপরাহ্ন
জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে পিকআপ ধাক্কায় এক ইউপি সদস্য আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি সোমবার দুপুর ১টায় উপজেলা শহরের বিজিবি ক্যাম্প চত্বরে ঘটেছে। আহত ইউপি সদস্য জসিম উদ্দিন (৩২) উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য ও মোকামটিলা গ্রামের বাসিন্দা।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জসিম উদ্দিন মোটরসাইকেল চালিয়ে ভবানীগঞ্জ বাজার থেকে ডাকঘর সড়কের দিকে যাচ্ছিলেন। বিজিবি ক্যাম্প চত্বরের নিকট আসামাত্র ফুলতলা সড়ক দিয়ে আসা দ্রুতগামী একটি পিকআপ ট্রাক মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে জসিম উদ্দিন প্রায় ১৫ হাত দুরে সাইকেল থেকে ছিটকে পড়েন। তিনি বুকে, হাতে ও পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রচুর রক্তক্ষরণের তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট প্রেরণ করেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনফর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।