জুড়ীতে সিএনজি গাড়ীসহ ভারতীয় মদ জব্দ
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৩, ৫:৫২:৪৮ অপরাহ্ন
জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে ২২২ বোতল ভারতীয় অবৈধ মদ ও মদ পাচার কাজে ব্যবহৃত একটি সিএনজি গাড়ী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সন্ধ্যা ৬টায় উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের মাগুরা বাজার এর নিকটবর্তী চরকটিলা এলাকা থেকে বিজিবি ৫২ ব্যাটালিয়নের আওতাধীন শিলুয়া বিওপির সদস্যরা এগুলো জব্দ করেন।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় সন্দেহভাজন একটি সিএনজি অটোরিক্সাকে ধাওয়া করেন। অবস্থা বেগতিক দেখে এক পর্যায়ে মদ পাচারকারী ও চালক গাড়ীটি রেখে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা গাড়ীতে তল্লাশী করে মদগুলো পায় এবং গাড়ীসহ বিওপিতে নিয়ে যায়। জব্দকৃত মদের বাজার মূল্য আনুমানিক ৩ লক্ষ ৩৩ হাজার টাকা বলে বিজিবি জানায়।
স্থানীরা জানায়, সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়নের সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় অবৈধ মদের চালান নিয়ে আসছিল কয়েকজন মাদক ব্যবসায়ী। কিন্তু বিজিবি সদস্যরা বিষয়টি জানতে পেরে বিকাল থেকে অভিযান চালায়।