দোয়ারায় মোটরসাইকেলের ধাক্কায় ১ জন নিহত
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৩, ৬:০৮:৩৮ অপরাহ্ন
দোয়ারাবাজার সংবাদদাতা : সুনামগঞ্জের দোয়ারাবাজারে মোটরসাইকেলের ধাক্কায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবির) অবসরপ্রাপ্ত সদস্য নয়ন মিয়া (৬৫) নিহত হয়েছেন। তিনি উপজেলার সুরমা ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত নুরুল আমিনের পুত্র।পুলিশ, স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, রোববার বিকাল ৩ টার দিকে উপজেলার বোগলাবাজার থেকে বাড়ি ফেরার পথে বোগলাবাজার টু দোয়ারাবাজার সড়কের মোল্লাপাড়া গ্রামের স’মিলের সামনে দিয়ে একটি মোটরসাইকেল দ্রুত গতিতে যাওয়ার সময় বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য নয়ন মিয়াকে ধাক্কা দেয়। এতে নয়ন মিয়া সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে, ঘটনার পরপরই দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ বদরুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে মোটরসাইকেলসহ চালক উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের আব্দুস সহিদের পুত্র ফজলু মিয়া (২৩)কে আটক করে থানায় নিয়ে আসেন।দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো: বদরুল হাসান নিহতের বিষয়টি নিশ্চিত করেন।