বর্ণমালা সিটি একাডেমি স্কাউট দলের পরিচ্ছন্নতা অভিযান
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৩, ৭:১৮:৪০ অপরাহ্ন
ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশ বিস্তার নিয়ন্ত্রণ ও রোগের বিস্তার ঠেকাতে নগরীর ৯নং ওয়ার্ডের বাগবাড়ি বর্ণমালা সিটি একাডেমিতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।বর্ণমালা সিটি একাডেমি স্কাউট দলের আয়োজনে সোমবার এই কার্যক্রম পরিচালিত হয়। স্কাউট দলের সদস্যরা আশেপাশের এলাকার বাসা বাড়িতে এবং একাডেমির ক্যাম্পাসে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের পর বিদ্যালয় সীমানায় বেশ কিছু ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। পরিবেশবাদী সংগঠন আইডিয়াল গ্রীণ সিলেটের পক্ষ থেকে গাছগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেন ছড়াকার প্রশান্ত লিটন।
পরে বিদ্যালয়ের তৃতীয় তলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্ণমালা সিটি একাডেমির প্রধান শিক্ষক বরুণ কান্তি দাস তালুকদারের সভাপতিত্বে এবং স্কাউট ইউনিট লিডার ও বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিমুল চক্রবর্তীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মখলিছুর রহমান কামরান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের শিক্ষা কর্মকতা নেহার রঞ্জন পুরকায়স্থ, বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন চন্দ্র দাস, সিলেট সিটি কর্পোরেশন ওপেন স্কাউট দলের সাধারণ সম্পাদক ওয়াহিদুল হক, সাবেক স্কাউটার নুরুল আলম, মহানগর জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক নবী হোসেন, সমাজ কর্মী তারেক আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি