বঙ্গবন্ধুর সমাধিতে জেলা যুবলীগের শ্রদ্ধা নিবেদন
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৩, ৭:২০:২৩ অপরাহ্ন
সিলেট জেলা যুবলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। তাদের সঙ্গে ছিলেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
সোমবার দুপুরে তারা বঙ্গবন্ধুর মাজারে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তারা মাজার জিয়ারত ও সুরা ফাতেহা পাঠ করেন। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিব, যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনিসহ ১৫ আগস্টের সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
এসময় যুবলীগ নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর দুই কন্যা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং শেখ রেহানার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তারা দেশের শান্তি ও সমৃদ্ধির জন্যও প্রার্থনা করেছেন।
দুপুরের দিকে নবনির্বাচিত সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ সিলেট জেলা যুবলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ার মাজার কমপ্লেক্সে পৌঁছালে মাজারের দায়িত্বশীলরা তাদেরকে স্বাগত জানান। তারা মাজার এলাকা ঘুরে দেখেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এসময় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবলীগের সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ শামিম আহমদ, সহ-সভাপতি সেলিম উদ্দিন, সামস উদ্দিন সামস, মনোজ কাপালী মিন্টু, এস.এম শাইস্থা তালুকদার, শামসুল ইসলাম মিলন, সুজিত চৌধুরী, মনির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আলী, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রেজা, শহিদুল ইসলাম টিপু সুলতান, আব্দুল ওয়াদুদ এমরুল, প্রচার সম্পাদক শাহিনুজ্জামান শাহীন, দপ্তর সম্পাদক সাজলু লস্কর, গ্রন্থণা প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, ত্রাণ সম্পাদক আবুল হাসান কাশেম, বিজ্ঞান তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ বাবু, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক রেদওয়ান আহমদ বাপ্পী, তথ্য ও গবেষণা সম্পাদক আলাউদ্দিন তালুকদার, ক্রীড়া সম্পাদক এস আর রুমেল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বিনয় চন্দ্র রায়, ধর্ম বিষয়ক সম্পাদক ফারুক আহমদ সুমন, উপ দপ্তর সম্পাদক আব্দুল ওয়াহিদ, মনিরুল হক পিনু, সহ-সম্পাদক আঃ মান্নান দুলাল, কিবরিয়া মিয়া, মহিউদ্দিন মহি, মোঃ মুমিনুল ইসলাম, এমাদ উদ্দিন, রাজিব আহমদ চৌধুরী, ফেরদৌস আলম বেগ, শাহিদুর রহমান সাহেদ, কাজী মোঃ শাহজাহান, ইউসুফ হোসেন চৌধুরী, সদস্য সায়েম শাহ,মামুন পারভেজ, জহিরুল ইসলাম তুহেল, রাশেদ পারভেজ লাভলু, মোঃ এস. এম দেলোয়ার রুনেল, আনসার উদ্দিন, সোহেল আহমদ রিপন, হামজা হেলাল, জাকারিয়া উল হক, ওবায়দুল্লা ইসহাক, মোঃ সাইদুল ইসলাম, মো ছালেহ আহমদ, মিজানুর রহমান চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মাসার আহমদ শাহ, দিদারুল আলম নিমু, মাহবুবুল ইসলাম চৌধুরী মিছলু, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মোহাম্মদ আলা উদ্দিন, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, রাসেল আহমদ, জৈন্তাপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কুতুবউদ্দিন, কানাইঘাট উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল হক, যুগ্ম আহবায়ক এস এম মাহবুবুল আম্বিয়া,আল আমিন আম্বিয়া সুমন, গোলাম মস্তফা রাসেলসহ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি