বিশেষ ট্রেনে রাশিয়ার পথে কিম
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৩, ৭:৪৬:২৭ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে শীর্ষ বৈঠকে অংশ নেওয়ার জন্য উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বিশেষ এক ট্রেনে চড়ে মস্কোর উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সোমবার দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম দেশটির নাম প্রকাশে অনিচ্ছুক জ্যেষ্ঠ সরকারি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। এর আগে, রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার পূর্বাঞ্চল সফর করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
পুতিনের সাথে দ্বিতীয় শীর্ষ সম্মেলন ঘিরে কিম জং উনের রাশিয়া সফর ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে পশ্চিমা বিভিন্ন দেশের সরকার। কারণ ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর পারমাণব্কি অস্ত্রধারী উত্তর কোরিয়া ও রাশিয়ার মাঝে সামরিক সহযোগিতা জোরদার হয়েছে।