বিয়ানীবাজারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৩, ৮:৪০:৫৯ অপরাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজার উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে উপজেলার মোল্লাপুর ইউনিয়নের কাছাটুল গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।পানিতে ডুবে নিহত দুই শিশু কাছাটুল গ্রামের কূয়েত প্রবাসী গৌছ উদ্দিনের ছেলে আব্দুল্লাহ তাওছিফ (৬) এবং একই এলাকার কাতার প্রবাসী ছালিক আহমেদের মেয়ে নুরা (৫)। তারা সম্পর্কে চাচা-ভাতিজী বলে স্থানীয়রা জানান।জানা যায়, নিহত দুই শিশু স্থানীয় কাছাটুল রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার শিশু শ্রেণীর শিক্ষার্থী। তারা প্রতিদিনের মতো বাড়ি থেকে মাদ্রাসায় এসেছিলো। দুপুরে শিক্ষকের কাছে প্রশ্রাব করা করার কথা বলে দুই শিশু বেরিয়ে যায়। কিছুক্ষণ পর না আসায় খোঁজাখুঁজি করে তাদেরকে মাদ্রাসার পার্শ্ববর্তী পুকুর থেকে উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর জানান, খবর পেয়ে পুলিশ মরদেহের সুরতহাল সম্পন্ন করে। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে অনুমতি সাপেক্ষে ময়না তদন্ত ছাড়াই দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।