ওসমানী ও শহীদ শামসুদ্দীন হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞদের সাথে ইবনে সিনার মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৩, ৮:৪৭:৪৩ অপরাহ্ন
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং শহীদ শামসুদ্দীন সিলেট সদর হাসপাতালে কর্মরত মেডিসিন বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় করেছে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ। রোববার বিকেলে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইবনে সিনা ট্রাস্টের এডিশনাল ডিরেক্টর হেড অব বিজনেস ডেভেলপমেন্ট এন এম তাজুল ইসলাম।
এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মো. ওবায়দুল হকের পরিচালনায় এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক অধ্যাপক আব্দুল হান্নান ও আবদুল কাদের খান।বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে বক্তব্য রাখেন ডা. তানভীর মুহিত, ডা. শেখ কবির আহমদ, ডা. তানভীর রহমান চৌধুরী, ডা. মিজানুর রহমান, ডা. মাইনুল ইসলাম, ডা. আব্দুর রউফ মুন্না প্রমুখ।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ এর ডেপুটি ম্যানেজার (এডমিন) ও রিকাবীবাজার শাখা ইনচার্জ মোবারক হোসেন, ডেপুটি ম্যানেজার মনিরুল ইসলাম, ডেপুটি ম্যানেজার আল আমিন, ডেপুটি ম্যানেজার নূরুল হক, সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার মো. শাহেদ আলী ও দিলশাদ মিয়া প্রমুখ।