জগন্নাথপুরে নতুন বাঁশের সেতুতে ফের স্কুলমুখি শতাধিক শিক্ষার্থী
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৩, ৮:৫৭:৪৯ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ৬নং ওয়ার্ড এলাকায় জগন্নাথপুর ও হাসিমাবাদ গ্রামের বুকচিরে বয়ে যাওয়া নলজুর নদীতে কোন সেতু না থাকায় যুগযুগ ধরে দুই গ্রামের লোকজন নানা ভোগান্তির শিকার হয়ে আসছিলেন। একটি মাত্র সেতুর অভাবে বর্ষা মৌসুমে নদী পারাপার নিয়ে বেশি বেকায়কায় পড়েন কোমলমতি শিক্ষার্থীরা। নদীর পূর্বপ্রান্তে জগন্নাথপুর গ্রামে স্কুল হওয়ায় পশ্চিমপ্রান্তে থাকা হাসিমাবাদ গ্রামের প্রায় শতাধিক কোমলমতি শিক্ষার্থী স্কুলে যেতে পারে না। এর মধ্যে নৌকাযোগে যাতায়াত করতে গিয়ে নৌকাডুবির ঘটনায় কয়েকজন শিক্ষার্থী মরতে মরতে বেঁচে ছিলেন। এ ঘটনার পর থেকে হাসিমাবাদ গ্রামের প্রায় শতাধিক শিক্ষার্থীর স্কুলে যাওয়া প্রায় বন্ধ হয়ে যায়।
এ ঘটনার পর স্থানীয় উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিনা খানম বিষয়টি স্থানীয় ৬নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দকে জানান এবং ঝরেপড়া শিক্ষার্থীদের ফের স্কুলে ফেরাতে নলজুর নদীতে একটি সেতু নির্মাণের জোর দাবি করেন। বিষয়টি জানতে পেরে পৌর কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ নদীতে দ্রুত একটি সেতু নির্মাণের জন্য পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম ও জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুকে জানান। এ সময় নদীতে পাকা সেতু নির্মাণ সময়ের ব্যাপার হওয়ায় এখনই যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে আপাতত বাঁশের সেতু নির্মাণের নির্দেশনা দেন এবং কর্তৃপক্ষের এমন নির্দেশনার আলোকে পৌর কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ নিজ উদ্যোগে প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে নতুন বাঁশের সেতু নির্মাণ করেন।
অবশেষে বাঁশের সেতু পেয়ে যুগযুগ ধরে চলে আসা ভোগান্তির অবসান হয়েছে। জগন্নাথপুর ও হাসিমাবাদ গ্রামবাসীর সেতুবন্ধন হয়েছে। আবারো স্কুলমুখি হয়েছে হাসিমবাদ গ্রামের শতাধিক শিক্ষার্থী। নদীর এক পাড়ের মানুষ আরেক পাড়ের বাড়িতে যেখানে মাসে একদিন যাওয়া হতো না। এখন দিনে অনেকবার একে অন্যের বাড়িতে যাতায়াত করছেন।সোমবার দুপুরে সেই দীর্ঘ কাঙ্খিত বাঁশের সেতুটি উদ্বোধনকালে নদীপারে নারী, পুরুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার জনতার ঢল নামে। এ সময় নতুন বাঁশের সেতুর উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র শফিকুল হক, স্থানীয় পৌর কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ, উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিনা খানম প্রমূখ। এ সময় ওয়ার্ড আ.লীগের সভাপতি আবু মিয়া, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, পৌর যুবলীগ নেতা রাজিব চৌধুরী বাবু, সাংবাদিক আমিনুল হক সিপন সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।