কুলাউড়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক ও সুধী সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৩, ৫:৪০:৫৮ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কুলাউড়া উপজেলার রাঙ্গিছড়া বাজার (এজেন্ট-ব্যাংকিং) আউটলেটের উদ্যোগে গ্রাহক ও সুধী সমাবেশ সম্পন্ন হয়েছে।সোমবার দুপুরে এজেন্ট আউটলেট শাখার ইনচার্জ মো. আমজাদ হোসাইনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের কুলাউড়া শাখা প্রধান মো. আনসার উদ্দিন।বিশেষ অতিথি ছিলেন বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা আহসান উদ্দিন, অগ্রণী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মন্তাজ আলী, লক্ষ্মীপুর মিশন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাদার সুধীর গমেজ, প্রতাবী মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মইনুল ইসলাম, লক্ষ্মীপুর মিশন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা ফয়সাল আহমদ প্রমুখ। সমাবেশে আউটলেটের সকল গ্রাহক, ডিপোজিটর, অ্যাকাউন্ট হোল্ডারসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।