মৌলভীবাজারে ইমামদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৩, ৫:৪৩:২৭ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতিতে যাতে কেউ বিভেদ সৃষ্টি করতে না পারে সেদিকে ইমামদের সচেতনতামুলক ভূমিকা রাখতে হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার)।
সোমবার দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে জেলার ইমামদের সাথে এক মতবিনিময় সভায় পুলিশ সুপার এসব কথা বলেন।অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা ও বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় পুলিশ সুপার বলেন, ধর্মীয় সম্প্রীতিতে যাতে কেউ বিভেদ তৈরি করতে না পারে, ধর্মীয় অনুভূতিতে যাতে কেউ আঘাত করতে না পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। ধর্মীয় কোন বিষয়ে সমস্যা সৃষ্টি হলে নিজেরা বসে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করতে হবে। ধর্মীয় বিষয়ে বিভ্রান্তিকর কোন কিছু ঘটলে সেটা নিয়ে যাতে বাড়াবাড়ি না হয়ে সেদিকে ইমাম সমাজের ভুমিকা রাখতে হবে। মসজিদে বয়ানের সময় এসব বিষয় তুলে ধরতে হবে।মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, মৌলভীবাজার ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আনোয়ারুল কাদির, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ শামসুল ইসলাম প্রমুখ।