কামালপুর গোরস্তান উন্নয়ন কমিটির মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৩, ৭:৩২:৪০ অপরাহ্ন
জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী বলেছেন, এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বর্তমান সরকারের আমলে এলাকার রাস্তাঘাট, স্কুল-মাদ্রাসা, মসজিদ-মন্দির ও গোরস্তানসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। এই চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে সবাইকে মিলেমিশে পরিকল্পিতভাবে এগিয়ে যেতে হবে।তিনি সোমবার বিকেলে জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন-এর ৭নং ওয়ার্ডের কামালপুর গোরস্তান উন্নয়ন কমিটি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সাবেক ইউপি চেয়ারম্যান জহুরুল হক খসরু’র সভাপতিত্বে ও সাংবাদিক রহমত আলী হেলালী’র পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদ-এর প্যানেল চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্জ মস্তাক আহমদ পলাশ। মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদ-এর ১৩নং ওয়ার্ডের সদস্য ইফজাল আহমদ চৌধুরী, ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ-এর চেয়ারম্যান মোঃ আশরাফুল আম্বিয়া, কানাইঘাটের ৩নং দিঘিরপার পূর্ব ইউনিয়ন পরিষদ-এর চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সিলেট জেলা পরিষদ-এর সহকারী প্রকৌশলী মোঃ মাসুদ আলম চৌধুরী।এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য ফারুক আহমদ ফুরুক, মাওলানা আব্দুর রহিম কামালী, প্রধান শিক্ষক মামুনুর রশীদ স্বপন ও কামালপুর গোরস্থান উন্নয়ন কমিটির সভাপতি রশীদ আহমদ হানিফ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সুমেল আহমদ। বিজ্ঞপ্তি