মাধবপুরে প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত বেদে শিশুরা
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ৫:৫৯:০৭ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর পৌরশহরের নোয়াগাঁও এলাকায় বসবাসরত শত শত বেদে শিশু জন্মনিবন্ধন সনদ না থাকায় সার্বজনিন প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হয়ে পড়েছে। পৌর কর্তৃপক্ষ নানা অজুহাত দেখিয়ে ওই এলাকায় জন্ম নেওয়া শিশুদের জন্ম সনদ দিচ্ছে না বলে অভিযোগ রয়েছে। শিশুদের জন্ম সনদ ও তাদের মাতা পিতার নাগরিক সনদ পেতে কয়েক বছর ধরে বেদে পল্লীর লোকজন পৌর কার্যালয় এবং সরকারি বিভিন্ন দপ্তরে ধর্না দিচ্ছেন। কিন্তু কাজের কাছ কিছুই হচ্ছেনা। এছাড়া বিভিন্ন মানবাধিকার সংগঠনও বেদে শিশুদের জন্মসনদ দিতে সরকারের নিকট দাবি জানিয়ে আসছে।
নোয়াগাঁও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ পাল জানান, বেদে পাড়ায় প্রায় ১৫ বছর ধরে ৮০/৯০টি পরিবার জমি কিনে স্থায়ীভাবে নিজেদের বসতভিটায় বসবাস করে আসছে। ওই পাড়ায় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার শিশু সন্তান রয়েছে। কিন্তু তাদের পৌরসভার জন্মসনদ না থাকায় তাদের বিদ্যালয়ে ভর্তি করানো জটিলতা রয়েছে। এরপরও উপজেলা প্রশাসনের নির্দেশে ২০ জন বেদে শিশুকে বিভিন্ন শ্রেণীতে ভর্তি করানোর পর জন্মসনদ না থাকায় তারা উপবৃত্তি থেকে বঞ্চিত হয়েছে। এ কারণে অনেক বেদে শিশু উপবৃত্তি না পেয়ে বিদ্যালয়ে আসা ছেড়ে দিয়েছে। সাংবাদিক মুজাহিদ মসি জানান, বেদে শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষে মানবাধিকার কমিশনসহ সরকারি বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে মানবাধিকার কমিশনের নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার বেদে সম্প্রদায়কে নিয়ে সভা করেছেন। সভায় উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান বেদে সম্প্রদায়কে জন্মসনদ দিতে পৌর মেয়রকে নির্দেশ দিয়েছেন।
মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান জানান, বেদে সম্প্রদায়ের শিশুদের একীভুত শিক্ষা নিশ্চিতকরণে সামাজিক প্রতিবন্ধতা দূরীকরণে সোমবার সকালে নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনামূলক সভা করেছি। পৌর কর্তৃপক্ষকে বলা হয়েছে তাদের জন্মসনদ ও নাগরিক সনদ দেওয়ার জন্য। এগুলো না দেওয়া হলে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।