জগন্নাথপুরে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ৬:৫৫:২৯ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী জয়নুল ইসলাম (৪০) জগন্নাথপুর উপজেলার শিরামিসি গ্রামের মৃত আরির মিয়া ছেলে। সোমবার গভীর রাতে সিলেটের দক্ষিণ সুরমা গোয়ালগাঁও এলাকা থেকে আসামীর বোনের বাড়ি থেকে দক্ষিণ সুরমা থানা পুলিশের সহযোাগিতায় তাকে গ্রেফতার করা হয়। জগন্নাথপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি চাঁদবোয়ালি গ্রামের চতুর্থ শ্রেণীর পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জয়নুল মিয়া (৪০) নামে এক ব্যক্তি বিরুদ্ধে জগন্নাথপুর থানায় ধর্ষণ মামলা দায়ের হয়। এরপর থেকে অভিযুক্ত জয়নুল ইসলাম পলাতক ছিল। মঙ্গলবার জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে আসামি জয়নুলকে তার বোনের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছদ্মবেশে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামী জয়নুল ইসলামকে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে গ্রেফতার করি। মঙ্গলবার আসামীকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়।