কানাইঘাটে আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ৬:৫৮:২২ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলার আইন-শৃংখলার উন্নয়ন ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা গত সোমবার সকাল ১১টার উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়।কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিনের সভাপতিত্বে আইন-শৃংখলা কমিটির সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী। আইন-শৃংখলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় কানাইঘাটের সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি ও থানা পুলিশকে আরো সক্রিয়ভাবে দায়িত্ব পালন এবং আইন-শৃংখলার উন্নয়ন ও অপরাধ দমনে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।
আইন-শৃংখলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্য উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ সুবল চন্দ্র বর্মন, কৃষি কর্মকর্তা এমদাদুল হক, সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানী, মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম ভূইয়া, সুরইঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার হাবিলদার আনোয়ার, আটগ্রাম বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির চেয়ারম্যান জামাল উদ্দিন, দিঘীরপার ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, বড়চতুল ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আফসার উদ্দিন আহমেদ চৌধুরী, বানীগ্রাম ইউপি চেয়ারম্যান লোকমান উদ্দিন, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান মাওলানা সামছুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাষ্টার মহি উদ্দিন সহ কমিটির সদস্যরা। একই দিনে উপজেলা গুজব প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ প্রতিরোধ, উপজেলা কৃষি ঋন এবং এনজিও বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।