ফিলিং স্টেশনে বিস্ফোরণ রুমেলের দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ৯:০৫:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর পূর্ব মিরাবাজারে বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা যাওয়া রুমেল সিদ্দিকীর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১০টায় সদর উপজেলার কুরবান টিলায় গ্রামের স্থানীয় জামে মসজিদে নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। পরে পরিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে মঙ্গলবার রাতে গ্রামের বাড়িতে এসে রুমেল সিদ্দিকীর মরদেহ এসেছে পৌছে। এ সময় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য, আত্মীয়-স্বজনসহ এলাকার মানুষ।
রুমেলের বাবা আব্দুল গণি জানান, রুমেল তার বড় ছেলে। সে আড়াই বছর আগে বিয়ে করে। তার দেড় বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। রুমেল সম্প্রতি এমসি কলেজ থেকে স্নাতকোত্তরে পড়াশোনা শেষ করেছে। সে ছিলো পরিবারের একমাত্র উপার্জনকারী। তাকে হারিয়ে পরিবারের সদস্যরা বিপাকে পড়েছেন।
রুমেল সিদ্দিকী নগরীর পূর্ব মিরাবাজারে বিরতি সিএনজি ফিলিং স্টেশনের ম্যানেজারের দায়িত্বে ছিলেন। এই স্টেশনে বিস্ফোরণে দগ্ধ হয়ে রাজধানী শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান। সম্প্রতি এমসি কলেজ থেকে স্নাতকোত্তরে পড়াশোনা শেষ করেছেন ।
গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণ ঘটে। এতে ৯ জন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে ৭ জন ফিলিং স্টেশনের কর্মচারী ও ২ জন পথচারী। তৎক্ষণাৎ আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অগ্নিদগ্ধদের শরীর ১৫-৪০ ভাগ পর্যন্ত পুড়ে যায় বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরদিন ৬ সেপ্টেম্বর দগ্ধ ৯ জনকে ঢাকায় শেখ হাসিনা বার্ণ ইউনিটে প্রেরণ করা হয়।