শাবি ক্যাম্পাসে বন্ধ হলো চা-ফুচকা বিক্রি
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ৯:০৮:০৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনারের টিলায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্যাম্পাসে সকল ধরণের দোকান সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘোষণা দেয়। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো: কামরুজ্জামান চৌধুরী।
এর আগে বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একটি ফুচকার দোকানের ৫০টি চেয়ার ও ১০টি টেবিল আগুনে পুড়ে যায়। এ ঘটনার পর শাবি প্রশাসন দোকানগুলো বন্ধ রাখার নির্দেশ দেয়।
প্রক্টর কামরুজ্জামান চৌধুরী বলেন, ফুচকাওয়ালাদের অন্তর্কোন্দলের জেরে এরআগেও একটি ঘটনায় তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছিলো। পরে কয়েকটি শর্ত দিয়ে পুনরায় দোকান চালুর নির্দেশ দেওয়া হলেও তারা শর্ত ভঙ্গ করেছে।
তিনি আরো বলেন, বুধবার নিজেদের অন্তর্কোন্দলের জেরে শহীদ মিনারের টিলায় আগুন লাগানো হয়েছে। পরে নিরাপত্তাকর্মীরা তাৎক্ষণিক আগুন নেভায়। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফুচকার দোকান বন্ধ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ফুচকার দোকানের পরিচালক জিয়াউর রহমান বলেন, কে বা কারা আগুন দিয়েছে জানি না। কেউ শত্রæতা করে আগুন দিয়েছে। আগুন লাগার ঘটনার পর প্রক্টর স্যারের নির্দেশে এক নিরাপত্তাকর্মী দোকান বন্ধ রাখতে বলেন। তাই দোকান খুলিনি। দোকানের সব জিনিসপত্র আমরা সরিয়ে ফেলেছি।