সয়াবিন ও পাম তেলের দাম কমেছে
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ৬:৩৫:৩৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: সয়াবিন তেল ও পাম অয়েলের দাম নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে ধরন ভেদে লিটার প্রতি ৪-৫ টাকা কমে ক্রয় করতে পারবেন ভোক্তারা। এছাড়া তিন কৃষি পণ্য আলু, পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনিশ জানান, নির্ধারিত দামে এসব পণ্য বিক্রয় করা হচ্ছে কিনা তা মনিটরিং করার জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসন ছাড়াও কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা মাঠে কাজ করবেন। আইন অনুযায়ী দায়ীদের শাস্তি নিশ্চিত করা হবে।
বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্য প্রয়োজনীয় কৃষি পণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভার সিদ্ধান্ত অবগতির জন্য সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও প্রেস ব্রিফিংকালে এসব পণ্যের দাম নির্ধারণের ঘোষণা দেন তিনি।
প্যাকেটজাত সয়াবিন ও খোলা সয়াবিনের তেলের দাম ৫ টাকা কমিয়ে যথাক্রমে ১৬৯ ও ১৪৯ টাকা এবং পামঅয়েলের দাম ৪ টাকা কমিয়ে ১২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাণিজ্যমন্ত্রী জানান, কৃষি মন্ত্রণালয়ের সুপারিশের আলোকে আলুর সর্বোচ্চ খুচরা মূল্য ৩৫-৩৬ টাকা, দেশী পেঁয়াজের সর্বোচ্চ খুচরা মূল্য ৬৪-৬৫ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। অন্যদিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রতিটি ডিমের মূল্য ১২ টাকা নির্ধারিত করা হয়েছে।